শালিখায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় মায়ের উপর অভিমান করে রাইন বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দিবাগত রাতে আড়পাড়া ইউনিয়নের পোস্ট অফিস পাড়ায় এঘটনাটি ঘটে।
নিহত রাইন শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের প্রবাসী(মালয়েশিয়া ) পলাশ বিশ্বাসের জ্যেষ্ঠ ছেলে ও বিহারীলাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। আজ বৃহস্পতিবার তার প্রবাসী বাবা দেশে ফিরলে লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
রাইনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত দশটার সময় রাইন ঘরে ফিরলে তার মা নূপুর তাকে ভাত খেতে বললে সে পরে খাবে বলে জানিয়ে নিজ ঘরে গিয়ে শুয়ে পড়লে। মা নূপুর বেগম ছেলের খাবার টেবিলের উপর গুছিয়ে রেখে ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাইনের ছোট বোন ভাইয়া খাবার খেয়েছে কিনা দেখতে গিয়ে দেখে রাইন একটি টেবিলের উপর দাঁড়িয়ে আছে এবং তার অন্ধকার। পরে সে ভয়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে ঘটনাটি বললে স্থানীয় লোকের সাহায্যে দরজা ভেঙে রাইনের মা রাইকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে রাইনের নিকটতম বন্ধু তারেকের সাথে কথা হলে। সে জানায় , গত সপ্তাহেও রাইন নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল পরে আমারা বন্ধুরা মিলে তাকে রক্ষা করি।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কোন কারনে এ ঘটনাটি ঘটেছে তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।