রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে আলোচনা সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ কাজী কেরামত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সফিকুল আযম মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মন্ডল, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা পারভীন তন্বি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান হাফিজ।
বক্তারা বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। ঘাতকদের বুলেটের আঘাতে বার বার রক্ষা পেয়েছেন। বঙ্গবন্ধুর হাত ধরে দেশ স্বাধীন হয়েছে আর তার তনয়া শেখ হাসিনার হাত ধরে আজ স্মার্ট বাংলাদেশ হয়েছে। আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করছি। এ কারণে আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।