গোয়ালন্দে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবিহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
- আপডেট সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
‘লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবিহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলতায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকাবাল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, সাবেক গোয়ালন্দ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মো. খোকন শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় ব্যাক্তিবর্গসহ অনেকেই।
সেমিনারে বক্তারা, বাজারের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সবাইকে অতি সতর্ক হওয়ার জন্য পরামর্শ দেন। যেমন বাজারে ফল ক্রয় এর সময় ফলের প্যাকেট যেন ফলের সাথে ওজন না দেওয়া হয়, মিষ্টি ক্রয় এর ক্ষেত্রে মিষ্টির প্যাকেট যেন মিষ্টির সাথে ওজন না দেওয়া হয়, অর্থাৎ মিষ্টি, ফল সহ অন্যান্য পণ্য ক্রয়ের সময় অবস্যই পণ্যের প্যাকেট ওয়েট স্কেলে (পরিমাপ যন্ত্র) দিয়ে তা শুণ্য করে ঐ প্যাকেটে পণ্য ক্রয়ের জন্য নানা ভাবে সতর্ক পরামর্শ প্রদান করা হয়। আলু, কাঁচামরিচ, শাক-সবজি সহ সকল ধরনের পণ্যের উপর তদারকিতে গুরুত্বের সাথে নির্দেশ প্রদান করেন উপজেলায় দায়িত্বে থাকা কর্মকর্তাদেরকে এবং কোন পণ্যে কম দেওয়া বা অন্য কোন উপায়ে ঠকবাজিদেরকে ধরিয়ে দেওয়ার পরামর্শও দেন।