মোংলায় ছাত্রকে বলৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৯৫২ বার পড়া হয়েছে
হেফজ বিভাগে পড়ুয়া ১২বছর বয়সের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলার একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো. রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দিগরাজ এলাকা থেকে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেন। এর আগে ওই ছাত্রকে প্রায় তিন মাস ধরে বলৎকার করে আসার ঘটনায় গত বৃহস্পতিবার (৫অক্টোবর) মোংলা থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রের মামা। মামলার বিষয়টি টের পেয়ে বৃহস্পতিবারই মাদ্রাসা থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক মো. রাসেল।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা শহরতলীর একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো. রাসেল হেফজ বিভাগে পড়ুয়া ১২বছর বয়সের এক ছাত্রকে তার রুমে নিয়ে তিন মাস ধরে বলৎকার করে আসছিলেন। ওই ছাত্র বিষয়টি মোবাইল ফোনে তার মাকে জানালে গত ৫অক্টোবর তাকে আত্মীয় স্বজনেরা মাদ্রাসা থেকে থানায় নিয়ে পুলিশকে জানান। এরপর নির্যাতনের শিকার ছাত্রের বক্তব্য শুনে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর মাদ্রাসা থেকে হেফজ বিভাগের শিক্ষক মোঃ রাসেল পালিয়ে যায়। মানলার বিষয়টি শনিবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা করেন শিক্ষক রাসেল। আর ওই সমঝোতা বৈঠকে শিশুটির মা ও মামাকে দিগরাজ যেতে পরামর্শ দেয়া হয়। সমঝোতা বৈঠক চলাকালে সেখান থেকে শিক্ষক রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গ্রেফতারকৃতকে রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।#