কমিটি বিলুপ্ত করায় পদ হারালেন কৃষক লীগ সভাপতি
- আপডেট সময় : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
মেয়াদ উত্তীর্ণ দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করায় নিজের সভাপতি পদ হারালেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ সভাপতি হাবিব।
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সভাপতি পদ থেকে তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে। সেইসাথে তাকে কৃষক লীগের সকল সাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।
৭ অক্টোবর শনিবার রাতে জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান ও যুগ্ম আহবায়ক (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত) মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহীনকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে জড়িত থাকার অভিযোগে সর্তক করা হয়।
তারা দুইজন গত বৃহস্পতিবার (০৫ অক্টোবর) যৌথ স্বাক্ষরে উপজেলা কৃষকলীগের প্যাডে উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়ন কৃষকলীগের দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে ফেসবুকে প্রকাশ করে। এতে করে উপজেলা কৃষক লীগের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে জেলা কৃষকলীগ উপরোক্ত অব্যহতি ও সতর্ক করার সিদ্ধান্ত গ্রহন করে।
এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, তাকে সম্পূর্ণ অন্যায় ও অগঠনতান্ত্রিক ভাবে অব্যহতি দেয়া হয়েছে। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন। সংগঠনকে গতিশীল করার জন্য বহু আগে মেয়াদ উত্তীর্ণ দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করি। এ নিয়ে উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদককে বারবার বলা হলেও বিষয়টিতে তিনি কর্ণপাত করছিলেন না।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান বলেন, হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। সর্বশেষ সংগঠনের সাধারণ সম্পাদককে পাশ কাটিয়ে অগঠনতান্ত্রিকভাবে দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করায় দলের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাই তাকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। পাশাপাশি গোয়ালন্দ উপজেলা কৃষকলীগকে দ্রুত সময়ের মধ্যে বর্ধিত সভা করে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করতে নির্দেশ দেয়া হয়েছে।