মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশ বলেন, ‘দুর্যোগের ক্ষতি কমাতে আমরা যেন সতর্ক থাকি। আমাদের ১০৩টি সাইক্লোন শেল্টার রয়েছে। সেগুলোতে মানুষ যেন নিরাপদে অবস্থান নিতে পারেন, সংশ্লিষ্টরা এই দায়িত্বটা যথাযথ পালন করবেন। তাহলে আমরা বিগত সময়ের মতো সম্ভাব্য এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হব।ঘূণিঝড় মোকাবিলায় মোংলার সিপিপির সব সদস্যকে সর্তক থাকতেও বলেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাফর রানা, মোংলা সিপিপির উপজেলা টিম লিডার মো. মাহমুদ হাসান সহ সিপিপির সেচ্ছাসেবকরা