সরিষা ইউনিয়নের চেয়ারম্যান বাহার বিশ্বাসের দুর্গামন্দির পরিদর্শন
- আপডেট সময় : ০৯:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস সরিষা ইউনিয়নের সবগুলো দুর্গা মন্দির পরিদর্শন করেছেন।
সরিষা ইউনিয়নে এ বছর ১০ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরিষা ইউনিয়নের চেয়ারম্যান পূজা মন্দির পরিদর্শনকালে প্রত্যেক মন্দিরে আর্থিক সহযোগিতা করে।
সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রাম সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন কালে চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, সরিষা ইউনিয়নে প্রচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইউনিয়ন। এখানে পূজা সবার উৎসব। আবার ঈদও সবার। ভেদাভেদ নেই। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটা টিম গঠন করেছি। যাতে কোথাও কোন ঝামেলা না হয়। আমাদের মা-বোনদের উৎসব উদযাপনে কোন সমস্যা হবে না। আর আমি নিজেও ষষ্ঠী থেকে প্রতিদিন গভীর রাত পর্যন্ত বিভিন্ন মন্দিরে যাচ্ছি। দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা মাঠে থাকবে।
এসময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সদস্য মতিয়ার রহমান, সরিষা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।