মোংলায় সিপিপি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
- আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
মোংলা পৌরসভার ৫ ও ৬ নম্বর ইউনিটের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুই দিন ব্যাপী সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইসলামী আদর্শ একাডেমি স্কুলের হলরুমে প্রশিক্ষণের সমাপনী দিনে মোংলা উপজেলার টিম লিডার সাংবাদিক মাহমুদ হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচি (সিপিপি) মোংলা উপজেলা সহকারী পরিচালক মোঃ মামুনার রশীদ সহ আগত দুই ইউনিটের ৪০ জন সিপিপির সেচ্ছাসেবক প্রশিক্ষণার্থীবৃন্দরা ।
বর্তমানে গভীর বঙ্গোপসাগরে নতুন প্রাকৃতিক দুর্যোগ সৃস্টি হওয়ায় এর উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয় প্রশিক্ষণ শেষে। (২৩ অক্টোবার) সোমবার মোংলা বন্দরেকে ১ নম্বর দুরবর্তী সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা যায়।