চট্টগ্রামে দিনে গড়ে ৪০ ডেঙ্গু রোগী, একই দিনে নারী-পুরুষের মৃত্যু
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
- আপডেট সময় :
০৯:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৫
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, যা হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে ৭টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে, আর মশা নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এক নারী ও এক পুরুষের একই দিনে মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৮ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২৯ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৫ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মারা যাওয়া ব্যক্তিরা হলেন সাতকানিয়ার মৃদুল কান্তি দাশ (৫৫) এবং ফটিকছড়ির সালমা খাতুন (৩৬), যাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম নগর ও ১৫টি উপজেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৮ জন। এর মধ্যে অক্টোবর মাসে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি, ১ হাজার ৪৩০ জন। চলতি মাসের চার দিনে ১৬৩ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১ হাজার ৬৮৭ জন পুরুষ।
ডেঙ্গুতে মৃত্যুর হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মারা গেছে ১১ জন, অক্টোবর মাসে ৯ জন এবং চলতি নভেম্বর মাসে ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় সবচেয়ে বেশি ২০০ জন আক্রান্ত হয়েছে, এরপর সাতকানিয়া ১৪০ জন, সীতাকুণ্ডে ১৩৯ জন এবং রাউজানে ১১৫ জন আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এরই মধ্যে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে, যার অংশ হিসেবে শেরশাহ কলোনির ডা. মজহারুল হক হাই স্কুল প্রাঙ্গণে তিন দিনের মশক নিধন ক্যাম্পেইন চলছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মশা কমলে আশা করি আক্রান্তের সংখ্যা কমে আসবে। জনসাধারণকেও সচেতন ও সতর্ক থাকতে হবে, যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রচেষ্টা সফল হয়।”
নিউজটি শেয়ার করুন