রাজবাড়ীতে সংবাদ প্রতিনিধির উপর হামলা
উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
- আপডেট সময় :
০১:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
২৭
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সংবাদের বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ কুমার দাসের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলা হয়।
সাংবাদিক সনজিৎ কুমার দাস জানান, হাসপাতালের ভেতরে কিছু শিক্ষার্থী ফুলবাড়ী ভীমনগর গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে রানাকে মোটরসাইকেল চুরির সন্দেহে আটক করে মারধর করছিল। তখন আরও ১০-১২ জন মিলে ওই চোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পাল্টা আক্রমণ চালায়। এসময় সনজিৎ এগিয়ে গেলে হামলাকারীরা তার উপরও হামলা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে বিশ্রামে আছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, হাসপাতালে ডাব চুরি, ভ্যান চুরি, মোটরসাইকেল চুরি সহ বিভিন্ন চুরির ঘটনা ঘটছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে এসব বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
জেলায় কর্মরত সাংবাদিকরাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন জানান, চোর রানা ফকিরকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
নিউজটি শেয়ার করুন