এখনকার মতো পরিবেশ সবসময় থাকবে না: আমির হোসেন আমু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- আপডেট সময় :
০৫:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১২
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানির সময় উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আমির হোসেন আমু বলেন, “আইনজীবীদের মিলেমিশে থাকা উচিত। এখনকার মতো পরিবেশ সবসময় থাকবে না।”
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আমুকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় আমুর আইনজীবীকে কিছু বিএনপিপন্থি আইনজীবী মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমির হোসেন আমু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না।” পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
নিউজটি শেয়ার করুন