বাকশালী সংবিধানের অজুহাতে সংস্কারে দেরি কেন, সরকারকে রিজভী
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় :
০৩:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৩
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সংবিধান তো কর্তৃত্ববাদী সংবিধান হিসেবে পরিচিত, তাহলে এই সংবিধানের অজুহাতে কেন সংস্কার এবং বিভিন্ন পদক্ষেপ নিতে দেরি করছেন?
শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “আপনারা বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার; বর্তমান সংবিধানের আওতায় সবকিছু চালানোর প্রয়োজন নেই। বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার নতুনভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে থাকে। অথচ এই সংবিধানের অজুহাতে পদক্ষেপ নিতে কেন দেরি করছেন?”
তিনি আরো বলেন, “বর্তমান সংবিধান শেখ হাসিনার কর্তৃত্ববাদী কৌশলে তৈরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর বিশ্বাস যুক্ত করেছিলেন। শেখ হাসিনা ক্ষমতাসীন অবস্থায় তার প্রভুদের সন্তুষ্ট করতে একের পর এক গায়ের জোরে কাজ করেছেন।”
রিজভী এও দাবি করেন, বাংলাদেশের উন্নয়ন এবং শক্তিশালী সামরিক বাহিনী চায় না এমন বিদেশি শক্তি রয়েছে। এই শক্তিগুলো বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, প্রশাসনকে শক্তিশালী দেখতে চায় না। সেই কারণেই শেখ হাসিনা দেশবিরোধী কার্যকলাপ চালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন