রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যুত্থানকে ধারণ করেই রাজনীতি করতে হবে
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় :
০৩:১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৩
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে সবাইকে জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগোতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার খুলনার সাতরাস্তা বিএমএ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং জনগণের সমানাধিকারের উপর গুরুত্ব আরোপ করেন।
এতে বক্তব্য দেন খুবির প্রফেসর সামিউল হক, নর্দার্ন ইউনিভার্সিটির লেকচারার ইকবাল হোসেন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আইনজীবী মানজুর আল মতিন পীতম, তানজিল মাহমুদ, মেসবাহ কামাল মুন্না ও অলিক মৃসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। যারা শহীদ হয়েছেন, তারা দেশের মানুষের খাদ্য, শিক্ষা ও জীবনের অধিকার চেয়েছেন। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগোতে হবে।”
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সভায় বক্তারা দেশের জনগণকে বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ গড়ার জন্য নাগরিক কমিটিতে যোগদানের আহ্বান জানান।
তানজিল মাহমুদ বলেন, “শহীদ ও আহতদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে। আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা এবং যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।”
অলিক মৃ বলেন, “ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি। ফ্যাসিবাদ শুধু সরকার নয়; এটি একটি ব্যবস্থা যা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রথার মাধ্যমে বিদ্যমান। আমরা এই ব্যবস্থার বিলোপ চাই।”
মতবিনিময় সভা সঞ্চালনা করেন আহম্মদ হামীম রাহাত।
নিউজটি শেয়ার করুন