সুযোগ হাতছাড়া করলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে: ফখরুল
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় :
০৩:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১২
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে, তা হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেন, এই সুযোগ হারালে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি যেন আমরা হাতছাড়া না করি। এই সুযোগ হারিয়ে গেলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের প্রতি আমাদের প্রত্যাশা ছিল যে তারা আওয়ামী লীগের ১৫ বছরের জঞ্জাল সরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্য দিয়ে তরুণ-যুবকদের চাওয়া অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে পারব।’
অনেকের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশে গণতন্ত্রের চর্চা না থাকায় আমাদের মধ্যে স্বৈরাচারী মানসিকতা বাসা বেঁধেছে। গণতন্ত্র মানেই সহনশীলতা।’
কিছু মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং কিছু মিডিয়া সেটিকে প্রমোট করছে। এটি জনগণের মঙ্গলের জন্য ক্ষতিকর। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’
বক্তৃতায় ফখরুল বলেন, ‘বয়স্কদের অভিজ্ঞতা ও যুবকদের শক্তি একত্রে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সাধন করতে হবে।’
নিউজটি শেয়ার করুন