নির্বাহী কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা
- আপডেট সময় : ০৩:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই সপ্তাহের মধ্যে নির্বাহী কমিটি গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা অংশ নেন।
বৈঠকের সূত্রে জানা যায়, সমন্বয়কদের মতামত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কাঠামো ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রধানত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রথমত, এই সপ্তাহের মধ্যে একটি ২০-২২ সদস্যের নির্বাহী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে, যা মূল অর্গানোগ্রাম কমিটির বাইরে থাকবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা অন্তর্ভুক্ত থাকবেন।
দ্বিতীয়ত, একটি অর্গানাইজিং টিম গঠন করার কথা বলা হয়েছে, যা একাধিক সেলে বিভক্ত হয়ে কাজ করবে। এই টিম এই মাসের মধ্যেই গঠন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান ৪ সদস্যের আহ্বায়ক কমিটিকে এই সপ্তাহের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে।
সর্বশেষ বিষয় হিসেবে, আগামী ১৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০০ দিন পূর্তি উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আহতদের খোঁজখবর নেওয়া হবে। পাশাপাশি, ঢাকায় শহীদ পরিবারের সাথে মতবিনিময়ের আয়োজন করা হবে।