মিয়ানমার সীমান্তে ফের বিস্ফোরণ, সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক
- আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর থেকে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা টেকনাফের সীমান্ত এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একই সময়ে মংডু এলাকায় যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়।
সীমান্তের ওপার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাখাইনের বেশিরভাগ অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে, ফলে জান্তা বাহিনী পিছু হটছে এবং আকাশপথে বোমা বর্ষণ চালাচ্ছে। স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে নামছে বিভিন্ন রোহিঙ্গা স্বশস্ত্র গোষ্ঠী।
টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ মংডুর উকিলপাড়া, ফয়েজীপাড়া, সুধাপাড়া, নাপিতের ডেইল, নয়াপাড়া, সিকদারপাড়া ও হারিপাড়া এলাকা থেকে আসছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেছেন, “এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। তবে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা এ সংঘাতের কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।”