ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪, সায়েন্সল্যাব এলাকায় যানজট
- আপডেট সময় : ১০:৪০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের কারণে পুরো এলাকাজুড়ে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট।
বুধবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, শাহরিয়ার (২১), নূর হোসেন (২৪), মো. তুষার (১৮), অনিম (২১)।
ঘটনাস্থলে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি সংঘর্ষ বন্ধে তারা সক্রিয় ভূমিকা পালন করে।
ঘটনার পরপরই সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধকে এ ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
সায়েন্সল্যাব এলাকার বাসিন্দারা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।