রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আবু সাঈদ, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

Oplus_131072

রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের টিম সদর ও কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
বুধবার (২০ নভেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে রাজবাড়ী সদর উপজেলার পৌর ১নং রেলগেইট ও প্রধান সড়ক এলাকার পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকিকালীন মোবাইল কোর্ট পরিচালনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় লঙ্ঘন এবং বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন লঙ্ঘন ও কালুখালী উপজেলার মৃগী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০১৪ এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়। অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পুলিশ লাইন্স রাজবাড়ী এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত  ছিলেন।
জনগণের সুরক্ষায় নিয়মিত তদারকির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের টিম সদর ও কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
বুধবার (২০ নভেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে রাজবাড়ী সদর উপজেলার পৌর ১নং রেলগেইট ও প্রধান সড়ক এলাকার পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকিকালীন মোবাইল কোর্ট পরিচালনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় লঙ্ঘন এবং বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন লঙ্ঘন ও কালুখালী উপজেলার মৃগী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০১৪ এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়। অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পুলিশ লাইন্স রাজবাড়ী এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত  ছিলেন।
জনগণের সুরক্ষায় নিয়মিত তদারকির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।