সাভারে ৪ ভুয়া ডিজিএফআই সদস্য আটক, সাধারণ মানুষের প্রতারণার অভিযোগ
- আপডেট সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
সাভারের পুলিশ টাউন এলাকা থেকে ৪ ভুয়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ডিজিএফআই এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে আটককৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জের নিতাই মণ্ডলের ছেলে হাবিব (৫০), যশোরের মৃত সামাদ বিশ্বাসের ছেলে ভুয়া ক্যাপ্টেন মিজান (৫৫), মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে ড্রাইভার মো. নাসির (৩৫) এবং নড়াইল সদর এলাকার শাকিল শিকদারের ছেলে কাদের সিকদার (৪২)। ঘটনার প্রধান অভিযুক্ত ইয়াজ উদ্দিন মন্টু এবং তার সহযোগী মানিক পলাতক রয়েছেন।
আব্দুল কাইয়ুম নামের এক ব্যক্তি জানান, ভুয়া ক্যাপ্টেন মিজান তার কাছে ১ লাখ টাকা দাবি করে। তিনি ১০ হাজার টাকা দেন এবং বাকিটা সাত দিনের মধ্যে দিতে বলা হয়।
শামীম নামে এক গ্যারেজ মালিক জানান, অবৈধ অটোরিকশা চালানোর অভিযোগে ৫ লাখ টাকা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়।
ফারুক হোসেন পারভেজ জানান, জমি দখলের উদ্দেশ্যে ভুয়া ডিজিএফআই সদস্যরা তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয় এবং ১ লাখ টাকা দাবি করে।
চামড়া শিল্প নগরী ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ জানান, জনগণের সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।