কথিত চিকিৎসকের বিরুদ্ধে ঘুমের ইনজেকশন পুষ করে ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় : ১২:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
সাভারে ঘুমের ইনজেকশন দিয়ে অতেচন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রমোদ চক্রবর্তী (৪৬) নামের এক সমবায় সমিতির পরিচালকের বিরুদ্ধে। এঘটনায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই সমবায় সমিতির ভুক্তভোগী হিসাবরক্ষক।
শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে সাভার মডেল থানায় প্রমোদ চক্রবর্তীকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত প্রমোদ চক্রবর্তী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হেলাচিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভার নামা বাজারের কাঁশবন ক্ষুদ্র বাবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও নিজেকে ডাক্তার পরিচয় দিতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের বাজার রোডের অগ্রনী ব্যাংক ভবনের ৬ষ্ঠ তলায় কাঁশবন ক্ষুদ্র বাবসায়ী সমবায় সমিতি লিমিটেডে গত ১ বছর যাবৎ হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন ভুক্তভোগী ওই নারী। চাকরি কালিন সময়ে ভুক্তভোগীকে শারিরীক ভাবে অসুস্থ এবং ওজন খুব কম ছিল। অভিযুক্ত প্রমোদ চক্রবর্তী নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ওই নারীর চিকিৎসার নামে মুখে ভিটামিন সেবন ও শরীরে ইনজেকশন পুষ করার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী গত ৩ মাস যাবৎ তিনি ঔষধ সেবন করে আসছিলেন। গত ৪ ডিসেম্বর সর্বশেষ ইনজেকশন পুষ করার কথা বলেন এবং সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ওই সমবায় সমিতির একটি কক্ষে নিয়ে আমার হাতে ইনজেকশন পুষ করেন। ইনজেকশন পুষ করার সাথে সাথে আমি অচেতন হয়ে পরি। প্রায় ১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে দেখি প্রমোদ আমাকে ধর্ষণ করছে। আমি চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে বিষয়টি কাঁশবন ক্ষুদ্র বাবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা গীতা অধিকারী সুমিতাকে জানাই। তারা দুজনে মিলে পরে আমাকে ভয়ভীতি প্রদর্শণ করেন, যাতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করি। পরবর্তীতে পরিবারের সাথে আলোচনা করে আজ থানায় অভিযোগ দায়ের করেছি।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।