সরকারের সমালোচনা ব্যর্থতা নয়, গণতন্ত্রের রীতি: রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
তথ্য উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সরকারের সমালোচনা করা মানে ব্যর্থতা নয়, বরং এটাই গণতন্ত্রের সঠিক চর্চা।”
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ীর নবী টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কথাবার্তা এবং আচরণ যেন আওয়ামী লীগ সরকারের মতো না হয়। “আপনারা অগ্রযাত্রাকে সহযোগিতা করবেন, গণতান্ত্রিক রীতিকে সম্মান করবেন,” বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “ড. ইউনূস যখন আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তি, তখন জাতি প্রত্যাশা করেছিল যে তিনি গণতন্ত্রের জন্য আওয়াজ তুলবেন। কিন্তু আওয়ামী লীগ যখন দেশে অত্যাচার চালিয়েছে, তখন তিনি নীরব ছিলেন।”
ভারত প্রসঙ্গে রিজভী বলেন, “আমরা এমন একটি অবস্থায় আছি, যেখানে আমাদের দেশে বাস করতে হলেও পার্শ্ববর্তী দেশের অনুমতির প্রয়োজন হয়। এটি মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত।”
সভাপতির বক্তব্যে নবী উল্লাহ নবী বলেন, “হায়েনা সরকারের দলীয় ক্যাডার এবং পুলিশ বাহিনী যেভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। যারা লুটপাট করেছে এবং খুনিদের সহযোগিতা দিয়েছে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মকবুল হোসেন টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।