সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আবু সাঈদ, নিজস্ব প্রতিবেদকঃ
- আপডেট সময় : ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিরাজুম মুনির ফাউন্ডেশন। সোমবার দুপুরে কালুখালীর মদাপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্যোগ নেওয়া হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০-এর বেশি শীতার্ত ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামুল ইসলাম, এবং অন্যান্য সদস্যরা।
স্থানীয়দের মতে, এই উদ্যোগটি শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে সাহায্য করবে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনটির প্রশংসা করেছেন এলাকাবাসী।