যাত্রাবাড়ী থানা ৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জনাব মো. শাহ আলমের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অতি শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে যুবদলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান। এছাড়াও প্রধান বক্তা জনাব রবিউল ইসলাম নয়ন বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের প্রশংসা করে আগামী দিনে জনগণের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালানো সহ সংগঠন ও দলের ভাবমূর্তি বিনষ্ট হয় এরকম কর্মকাণ্ড থেকে যুবদলের সকল নেতৃবৃন্দকে বিরত থাকার উদাত্ত আহবান জানান। উক্ত কর্মী সভায় সভাপতির বক্তব্যে যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব শাহ আলম যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিবের সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে তাদের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।