ফরিদপুরে বিশ্ব রেডিওগ্রাফি ও রেডিওলজি দিবস পালিত
জেলা প্রতিনিধি, ফরিদপুর
- আপডেট সময় :
০২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১২
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
‘সিইং দ্য আনসিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব রেডিওগ্রাফি ও রেডিওলজি দিবস।
শনিবার (৯ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক হয়ে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ফরিদপুর মেডিকেল কলেজ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষক, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের রেডিওলজি বিভাগের চিকিৎসক ও টেকনিশিয়ানরা অংশ নেন।
শোভাযাত্রা শুরুর আগে প্রেসক্লাব চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রধান ডা. সালমা শাহনেওয়াজ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় প্রধান ডা. আবু হাসম, ফমেকের সহকারী অধ্যাপক ডা. তরিত রেজা রিসলু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে রেডিওগ্রাফির ভূমিকা বিশাল। এবারের প্রতিপাদ্য ‘সিইং দ্য আনসিন’ বা ‘অদেখাকে দেখা’ এই গুরুত্বকে তুলে ধরে। চিকিৎসাবিজ্ঞানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই-এর মাধ্যমে অদৃশ্য বিষয়গুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে। এক্স-রের আবিষ্কারক উইলিয়াম রন্টজেনের স্মরণে প্রতিবছর এ দিবসটি পালিত হয়। তার আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানের জন্য এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে কাজ করছে।
নিউজটি শেয়ার করুন