সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা। সকাল ১০টায় পরিষদের চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর পর্যায়ক্রমে সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, গণ অধিকার পরিষদ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।