কিশোরকে অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টার মুল আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে ১৩ বছরের কিশোর মো. জিহাদ মাতব্বরকে অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টা চালানোর ঘটনায় মুল আসামি মো. সিফাত মোল্লাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযানে র্যাব-১ এর সহযোগিতাও ছিল।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর রাতে ফরিদপুরের কানাইপুর হোগলাকান্দি ফজল করিম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যায় জিহাদ। সেখান থেকে সিফাত মোল্লার নেতৃত্বে একটি দল তাকে অপহরণ করে সদর থানার বড় মাধবপুর পূর্বপাড়া কবরস্থানে নিয়ে যায়।
অপহরণকারীরা জিহাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু জিহাদ তার বাবাকে ফোন দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এরপর তাকে জ্যান্ত কবর দেওয়ার উদ্দেশ্যে কবরস্থানে ফেলে দেয়।
জিহাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রেপ্তারকৃতরা, সদর উপজেলার কানাইপুর হোগলাকান্দি এলাকার হালিম মোল্লার ছেলে মো. সিফাত মোল্লা (২৪) ও মৃগী এলাকার মৃত আসাদ শেখের ছেলে সজল শেখ (১৯)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।