মানিকগঞ্জে তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে তৈরি একটি তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া হরগজ মোড়ে এই অগ্নিকাণ্ড ঘটে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই তেলের পাম্প ও পাশের একটি মুরগির খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, জ্বালানি তেল ব্যবসায়ী মোক্ষেদ আলমের স্থানীয়ভাবে তৈরি তেলের পাম্পে ড্রাম থেকে তেল উত্তোলনের সময় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের আব্বাস আলীর মুরগির খামারে গিয়ে আগুন ধরে। খামারের কিছু মুরগি সরানো সম্ভব হলেও প্রায় ১ হাজার মুরগি আগুনের তাপে ও ধোঁয়ায় মারা যায়।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুজিবর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরও জানান, পাম্পটি অবৈধভাবে তৈরি হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, যা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।