সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
বাসের ধাক্কায় সিকিউরিটি গার্ডের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের ধাক্কায় এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিকিউরিটি গার্ডের নাম ওবায়দুর রহমান (৪৫)। তিনি উপজেলার ডেরা রিসোর্টে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, কাজ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওবায়দুর রহমান। এ সময় ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।