গোয়ালন্দে ‘জেলেদের সাথে একদিন’ নামে ব্যাতিক্রমী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
গোয়ালন্দে পদ্মা পাড়ের অসহায় হতদরিদ্র জেলেদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও উপহার হিসেবে কম্বল বিতরনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘জেলেদের সাথে একদিন’ নামে দিনব্যপী অনুষ্ঠান।
উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল প্রাঙ্গনে শনিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।
অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, জেলেদের নিয়ে নির্মিত চলচিত্র ‘নোনা জলের কাব্য’ প্রদর্শন, শীতবস্ত্র হিসেবে কম্বল ও খাদ্য বিতরন ও আলোচনা সভা। বেসরকারী উন্নয়ন সংস্থা সময় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসিআই মোটরস্ লিঃ সার্বিক সহায়তা করে। অনুষ্ঠানে ৫০০জন জেলে অংশগ্রহন করেন।
সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, লেখক ও চলচিত্র নির্মাতা রেজাউর শাহরিয়ার সুমিত, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, সময় ফাউন্ডেশনের ডিরেক্টর রিজওয়ান শাহনেওয়াজ সুজিত প্রমুখ।