সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার ৬নং মৌরাট ইউনিয়নের কাঁচারী মোড়ে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. শওকত আলী সরদারের অফিসে থাকা চেয়ার টেবিল বাঁশের মাচাল সহ আসবাবপত্র ভাঙচুর করা রয়েছে। এছাড়াও ছিঁড়ে ফেলা হয়েছে আনারস প্রতীকের পোস্টার।
প্রত্যক্ষদর্শী জানান আনুমানিক ১০থেকে ১৫টা মোটরসাইকেল যোগে কিছু বহিরাগত লোক এসে অফিসে থাকা লোকদেরকে ঘাড় ধরে বের করে দিয়ে ভাঙচুর শুরু করে। তাদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল এবং ফিরে যাওয়ার সময় তারা বলতে থাকেন নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিলে খবর আছে নৌকার অফিস ছাড়া অন্য কোন অফিস থাকবে না। এছাড়াও একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসেনের অফিসও ভাঙচুর করা হয়েছে। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ঐ প্রার্থীর অফিস ইউনিয়নের চৌবাড়ীয়া নামক স্থানে অবস্থিত।
এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের সাথে একাধিকবার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই কামাল হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, বিষয়টা আমি অবগত হয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ ধরনের ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে তবে কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।