সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পাংশার যশাই ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন পিতা-পূত্র

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে

পাংশায় ইউপি নির্বাচনে পিতা-পূত্রের লড়াই

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারির নির্বাচনে পাংশা উপজেলার যশাই ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন পিতা-পূত্র। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পূত্র আবু হাসান এবং নৌকার মনোনয়ন না পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিতা আবদুল হাকিম খান। পিতা-পূত্রের নির্বাচনী যুদ্ধ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সর্বত্রই। বিপাকে পড়েছেন ভোটাররা কার দিকে যাবেন, কার সঙ্গে কাজ করবেন তা নিয়ে।
নৌকার প্রার্থী আবু হাসান পাংশা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আবদুল হাকিম এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যশাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাকের পার্টির প্রার্থী আল মামুন, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন ও শাজাহান মিয়া।
বিদ্রোহী প্রার্থী হাকিম খান জানান, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে বঞ্চিত করে ছেলে আবুকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি অন্যায় হয়েছে। ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মানুষ তার পক্ষে রয়েছে। এ কারণে মনোনয়ন না পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনী পরিবেশ মোটেই ভালো নয়। তার প্রচার মাইক নিয়ে বের হলেই নৌকার লোকজন ফিরিয়ে দিচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দাবি তার।
হুমকি-ধমকি ও ভয়ভীতি সৃষ্টির অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানও। তিনি জানান, রাত ১২টার পর নৌকার লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন। এটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। বিষয়টি তিনি নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জাজানানো হয়েছে।
নৌকার প্রার্থী আবু হাসান বলেন, বাবা যেসব অভিযোগ করেছেন তা সত্য নয়। বাবা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চুপচাপ হয়ে গেছেন। মনোনয়নের আগে তাকে বলা হয়েছিল, আপনি আমাদের সঙ্গে কাজ করেন। তার পর আর তার সঙ্গে কথা হয়নি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের অভিযোগ সম্পর্কে আবু হাসান বলেন, সিদ্দিকের লোকজনই এসব করে বেড়ায়। এ ছাড়া নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে।
এ প্রসঙ্গে যশাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, নির্বাচনে প্রচার-প্রচারণায় বাধার বিষয়ে কেউ তাকে অভিযোগ দেয়নি। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন সেদিকে খেয়াল রাখা হবে।
পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আলিম জানান, যশাই ইউনিয়নের বিষয়ে তার কাছে কোনো অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাংশার যশাই ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন পিতা-পূত্র

আপডেট সময় : ১০:১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারির নির্বাচনে পাংশা উপজেলার যশাই ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন পিতা-পূত্র। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পূত্র আবু হাসান এবং নৌকার মনোনয়ন না পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিতা আবদুল হাকিম খান। পিতা-পূত্রের নির্বাচনী যুদ্ধ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সর্বত্রই। বিপাকে পড়েছেন ভোটাররা কার দিকে যাবেন, কার সঙ্গে কাজ করবেন তা নিয়ে।
নৌকার প্রার্থী আবু হাসান পাংশা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আবদুল হাকিম এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যশাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাকের পার্টির প্রার্থী আল মামুন, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন ও শাজাহান মিয়া।
বিদ্রোহী প্রার্থী হাকিম খান জানান, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে বঞ্চিত করে ছেলে আবুকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি অন্যায় হয়েছে। ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মানুষ তার পক্ষে রয়েছে। এ কারণে মনোনয়ন না পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনী পরিবেশ মোটেই ভালো নয়। তার প্রচার মাইক নিয়ে বের হলেই নৌকার লোকজন ফিরিয়ে দিচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দাবি তার।
হুমকি-ধমকি ও ভয়ভীতি সৃষ্টির অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানও। তিনি জানান, রাত ১২টার পর নৌকার লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন। এটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। বিষয়টি তিনি নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে জাজানানো হয়েছে।
নৌকার প্রার্থী আবু হাসান বলেন, বাবা যেসব অভিযোগ করেছেন তা সত্য নয়। বাবা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চুপচাপ হয়ে গেছেন। মনোনয়নের আগে তাকে বলা হয়েছিল, আপনি আমাদের সঙ্গে কাজ করেন। তার পর আর তার সঙ্গে কথা হয়নি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের অভিযোগ সম্পর্কে আবু হাসান বলেন, সিদ্দিকের লোকজনই এসব করে বেড়ায়। এ ছাড়া নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে।
এ প্রসঙ্গে যশাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, নির্বাচনে প্রচার-প্রচারণায় বাধার বিষয়ে কেউ তাকে অভিযোগ দেয়নি। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন সেদিকে খেয়াল রাখা হবে।
পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আলিম জানান, যশাই ইউনিয়নের বিষয়ে তার কাছে কোনো অভিযোগ নেই।