সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ৫শ শিশু শিক্ষার্থীর অংশগ্রহনে শিশু সম্মেলন অনুষ্ঠিত
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৫শ শিশু শিক্ষার্থীর অংশগ্রহনে শিশু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রদীপ প্রকল্প এ সম্মেলনের আয়োজন করে। সেভ দ্য চিলড্রেন এতে সার্বিকভাবে সহযোগিতা করে। সম্মেলনে গোয়ালন্দ উপজেলার ১৮ টি বিদ্যালয়ের ৫শ শিশু শিক্ষার্থী অংশগ্রহন করে।
সম্মেলনে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকল শিশু মধ্যাহ্ন ভোজে যোগ দেয় । এছাড়া শিশুদের সুস্বাস্থ্য,সুরক্ষা, সুশিক্ষা, ঝড়েপড়া ঠেকানোসহ প্রভৃতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিয়ার রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কেএম মুহিত হিরা, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ওহিয়ার রহমান, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান, কর্মজীবী কল্যাণ সংস্থার সমন্বয়ক আমজাদ হোসেন, কেকেএস প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন, রিলাকস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আ.ম.ম. কিবরিয়া প্রমুখ।
এসময় প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন বলেন, শিশুদের বিনোদন দেয়া, তাদের মেধার বিকাশ ঘটানো, তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সামনে এগিয়ে চলার লক্ষ্যে গত কয়েক বছর ধরে তারা এ সম্মলনের আয়োজন করে আসছেন।