দৌলতদিয়ায় ছিনতাইকারীর কবলে নারী বাসযাত্রী, মালামালসহ ৩জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ৩৬৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে থাকা সোহাগ পরিবহনের দুই নারী বাসযাত্রীর কাছ থেকে ছিনতাই করে নেয়া ভ্যানিটি ব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু চেয়ারম্যানের পাড়া গ্রামের মজিদ শেখের ছেলে সাব্বির হাসান, হোসেন মন্ডলের পাড়া গ্রামের আলী সরদারের ছেলে আশিক সরদার ও কিয়ামদ্দিন মোল্লার পাড়া গ্রামের আজিম শেখের ছেলে সোহেল শেখ।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ০২.৩৫ ঘটিকার সময় দৌলতদিয়া ঘাট এলাকায় জ্যামে থাকা অবস্থায় সোহাগ পরিবহনের যাত্রী হাসনা আক্তার (২৯) ও তাহার বোন টিনা (২০) বাস থেকে নিচে নামলে তাদের নিকট থাকা একটি ভ্যানিটি ব্যাগ, দুইটি মোবাইল, একটি স্বর্ণের নাক ফুল ও নগদ ১০,০০০/- টাকা ০৪ জন ছিনতাইকারী এসে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৩৩, তারিখ-৩১/১২/২১, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করা হয়। মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সাব্বির হাসান, আশিক সর্দার, সোহেল শেখকে গ্রেফতার করে লুন্ঠিত সকল মালামাল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীরা দৌলতদিয়া ঘাট এলাকার চিহ্নিত ছিনতাইকারী।