সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পাংশায়  আওয়ামীলীগ ও সতন্ত্র প্রার্থীর বিরু‌দ্ধে গু‌লিবর্ষণ ও অ‌ফিস ভাংচু‌রের পাল্টাপা‌ল্টি অ‌ভি‌যোগ

শামীম রেজা (রাজবাড়ী)
  • আপডেট সময় : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১৪৫ বার পড়া হয়েছে

পাংশায়  আওয়ামীলীগ ও সতন্ত্র প্রার্থীর বিরু‌দ্ধে গু‌লিবর্ষণ ও অ‌ফিস ভাংচু‌রের পাল্টাপা‌ল্টি অ‌ভি‌যোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী পাংশার পাট্টায় নৌকা প্রার্থী মোঃ আব্দুর রব মুনার কর্মী-সমর্থক‌দের বিরু‌দ্ধে সতন্ত্র প্রার্থী হা‌সিবুর রহমান বরকতের (মোটর সাই‌কেল) প্রধান এ‌জেন্টকে গু‌লিবর্ষণ, কর্মীর ওপ‌র হামলা ও নির্বাচনী অ‌ফিস ভাংচু‌রের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ত‌বে এ ঘটনার অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে নৌকার প্রার্থী আব্দুর রব মুনা পাল্টা অ‌ভিযোগ ক‌রেন সতন্ত্র প্রার্থীর এজেন্ট সিন্টুর বিরু‌দ্ধে। তারা নি‌জেরাই গু‌লিবর্ষন ও নি‌জেদের অ‌ফিস ভাংচুর ক‌রে নৌকার ওপর দায় চাপ‌াতে চায়‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন তি‌নি।

শুক্রবার বিকাল থে‌কে শ‌নিবার দুপুর পর্যন্ত ক‌য়েক দফায় এ হামলা হয়। এ‌দি‌কে ঘটনার পর উভয় পক্ষই মৌ‌খিক ভা‌বে নির্বাচন ক‌মিশনসহ স্থানীয় প্রশাসনকে অব‌হিত ক‌রে‌ছেন।

সতন্ত্র প্রার্থী বরক‌তের প্রধান নির্বাচনী এ‌জেন্ট  মোঃ সাঈদুর র‌শিদ সিন্টু ব‌লেন, গতকাল (৩১ ডি‌সেম্বর) বিকা‌লে হামুয়াপাড়ায় সতন্ত্র প্রার্থী হা‌সিবুর রহমান বরকত তার কর্মী সমর্থক নি‌য়ে (‌মোটর সাই‌কেল) প্রতীকের প্রচারনায় যান। সে সময় নৌকার কর্মী সমর্থকরা তা‌দের ওপর হামলা চালায়। এ‌তে তা‌দের কর্মী সাজ্জাদ হো‌সেন গুরুতর আহত হয়। প‌ড়ে তা‌কে পাংশা হাসপাতা‌লে নেয়া হয়। সেখা‌নে তার অবস্থার অব‌নিত হ‌লে ফরিদপুর রঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। পরবর্তী‌তে ওই দিন সন্ধার পর জোনা পাট্টা বাজা‌র এলাকায় তার বাড়ী‌তে মোটর সাই‌কেল বহর নি‌য়ে এ‌সে গু‌লিবর্ষন ক‌রে নৌকার প্রার্থীর ছে‌লে রবিউলসহ সন্ত্রাসীরা। এ সময় তারা ধাওয়া কর‌লে এক‌টি মোটর সাই‌কেল রে‌খে পা‌লি‌য়ে যায় নৌকার লোকজন। প‌ড়ে সেখান থে‌কে পু‌লিশ এ‌সে ওই মোটর সাই‌কেল ও এক‌টি গু‌লির খোসা উদ্ধার ক‌রে। পু‌লিশ থাকাকালীন সম‌য়ে মা‌ঠের ম‌ধ্যে বেশ ক‌য়েক রাউন্ড গু‌লির শব্দ পান। প‌ড়ে দুপুরে জোনা পাট্টার বাজা‌রের তা‌দের নির্বাচনী অ‌ফি‌সে হামলা ক‌রে চেয়ার টে‌বিল ভাংচুর ক‌রে পা‌নি‌তে ফে‌লে দেয়া হয়। এসব ঘটনায় উ‌ল্টো তার বিরু‌দ্ধেই অ‌ভি‌যোগ করা হ‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, নৌকার প্রার্থীর কোন জন‌প্রিয়তা নাই। এ‌তে ভী‌তি হ‌য়ে জনগ‌ণের মা‌ঝে আতঙ্ক সৃ‌ষ্টি কর‌তে হামলা, মামলা ও গু‌লির মত ঘটনা ঘটা‌নো হ‌চ্ছে। সুষ্ঠ স্বাভা‌বিক প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌লে, আর জনগন ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দি‌তে পার‌লে সতন্ত্র প্রার্থী হা‌সিবুর রহমান বরকত বিজয়ী হ‌বে।

নৌকা প্রার্থী মো. আব্দুর রব মুনা ব‌লেন, সতন্ত্র প্রার্থী বরক‌তের মা‌ঠে কোন ভোট নাই। আর স‌ঙ্গে কিছু সন্ত্রাসী ও পাগল যুক্ত হ‌য়ে‌ছে। যারা নি‌জেরাই গু‌লির মত ঘটনা ও অ‌ফিস ভাংচুর ক‌রে তা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ কর‌ছে। যা সম্পূর্ণ মিথ‌্যা। তি‌নি বর্তমান চেয়ারম‌্যান। অব‌হে‌লিত ইউ‌নিয়ে‌নের রাস্তা-ঘাটসহ বি‌ভিন্ন উন্নয়ন ক‌রে‌ছেন। যে কার‌ণে জনগণ তা‌কে ভালবা‌সে। এবং এবা‌রের নির্বাচ‌নে নৌকা ৮০ শতাংশ ভোট পে‌য়ে জয়লাভ কর‌বে।

পাংশা থানার ও‌সি মাসুদুর রহমান জানান, পাট্টার উভয় পক্ষ থে‌কেই অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছেন। তদন্ত সাপক্ষে ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

উ‌ল্লেখ‌্য, পাট্টা ইউ‌পি‌তে হাসিবুর রহমান বরকত (‌মোটর সাই‌কেল), আব্দুর রব মুনা বিশ্বাস (‌নৌকা), রাজদুল ইসলাম (‌ঘোড়া), গোলাম মোস্তফা ললু (আনারস)সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন। ৫ম দফা ইউ‌পি নির্বাচ‌নের আগামী ৫ জানুয়ারী পাংশার ১০ ইউ‌পি‌তে ভোট গ্রহন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাংশায়  আওয়ামীলীগ ও সতন্ত্র প্রার্থীর বিরু‌দ্ধে গু‌লিবর্ষণ ও অ‌ফিস ভাংচু‌রের পাল্টাপা‌ল্টি অ‌ভি‌যোগ

আপডেট সময় : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

রাজবাড়ী পাংশার পাট্টায় নৌকা প্রার্থী মোঃ আব্দুর রব মুনার কর্মী-সমর্থক‌দের বিরু‌দ্ধে সতন্ত্র প্রার্থী হা‌সিবুর রহমান বরকতের (মোটর সাই‌কেল) প্রধান এ‌জেন্টকে গু‌লিবর্ষণ, কর্মীর ওপ‌র হামলা ও নির্বাচনী অ‌ফিস ভাংচু‌রের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ত‌বে এ ঘটনার অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে নৌকার প্রার্থী আব্দুর রব মুনা পাল্টা অ‌ভিযোগ ক‌রেন সতন্ত্র প্রার্থীর এজেন্ট সিন্টুর বিরু‌দ্ধে। তারা নি‌জেরাই গু‌লিবর্ষন ও নি‌জেদের অ‌ফিস ভাংচুর ক‌রে নৌকার ওপর দায় চাপ‌াতে চায়‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন তি‌নি।

শুক্রবার বিকাল থে‌কে শ‌নিবার দুপুর পর্যন্ত ক‌য়েক দফায় এ হামলা হয়। এ‌দি‌কে ঘটনার পর উভয় পক্ষই মৌ‌খিক ভা‌বে নির্বাচন ক‌মিশনসহ স্থানীয় প্রশাসনকে অব‌হিত ক‌রে‌ছেন।

সতন্ত্র প্রার্থী বরক‌তের প্রধান নির্বাচনী এ‌জেন্ট  মোঃ সাঈদুর র‌শিদ সিন্টু ব‌লেন, গতকাল (৩১ ডি‌সেম্বর) বিকা‌লে হামুয়াপাড়ায় সতন্ত্র প্রার্থী হা‌সিবুর রহমান বরকত তার কর্মী সমর্থক নি‌য়ে (‌মোটর সাই‌কেল) প্রতীকের প্রচারনায় যান। সে সময় নৌকার কর্মী সমর্থকরা তা‌দের ওপর হামলা চালায়। এ‌তে তা‌দের কর্মী সাজ্জাদ হো‌সেন গুরুতর আহত হয়। প‌ড়ে তা‌কে পাংশা হাসপাতা‌লে নেয়া হয়। সেখা‌নে তার অবস্থার অব‌নিত হ‌লে ফরিদপুর রঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। পরবর্তী‌তে ওই দিন সন্ধার পর জোনা পাট্টা বাজা‌র এলাকায় তার বাড়ী‌তে মোটর সাই‌কেল বহর নি‌য়ে এ‌সে গু‌লিবর্ষন ক‌রে নৌকার প্রার্থীর ছে‌লে রবিউলসহ সন্ত্রাসীরা। এ সময় তারা ধাওয়া কর‌লে এক‌টি মোটর সাই‌কেল রে‌খে পা‌লি‌য়ে যায় নৌকার লোকজন। প‌ড়ে সেখান থে‌কে পু‌লিশ এ‌সে ওই মোটর সাই‌কেল ও এক‌টি গু‌লির খোসা উদ্ধার ক‌রে। পু‌লিশ থাকাকালীন সম‌য়ে মা‌ঠের ম‌ধ্যে বেশ ক‌য়েক রাউন্ড গু‌লির শব্দ পান। প‌ড়ে দুপুরে জোনা পাট্টার বাজা‌রের তা‌দের নির্বাচনী অ‌ফি‌সে হামলা ক‌রে চেয়ার টে‌বিল ভাংচুর ক‌রে পা‌নি‌তে ফে‌লে দেয়া হয়। এসব ঘটনায় উ‌ল্টো তার বিরু‌দ্ধেই অ‌ভি‌যোগ করা হ‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, নৌকার প্রার্থীর কোন জন‌প্রিয়তা নাই। এ‌তে ভী‌তি হ‌য়ে জনগ‌ণের মা‌ঝে আতঙ্ক সৃ‌ষ্টি কর‌তে হামলা, মামলা ও গু‌লির মত ঘটনা ঘটা‌নো হ‌চ্ছে। সুষ্ঠ স্বাভা‌বিক প‌রি‌বে‌শে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌লে, আর জনগন ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ভোট দি‌তে পার‌লে সতন্ত্র প্রার্থী হা‌সিবুর রহমান বরকত বিজয়ী হ‌বে।

নৌকা প্রার্থী মো. আব্দুর রব মুনা ব‌লেন, সতন্ত্র প্রার্থী বরক‌তের মা‌ঠে কোন ভোট নাই। আর স‌ঙ্গে কিছু সন্ত্রাসী ও পাগল যুক্ত হ‌য়ে‌ছে। যারা নি‌জেরাই গু‌লির মত ঘটনা ও অ‌ফিস ভাংচুর ক‌রে তা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ কর‌ছে। যা সম্পূর্ণ মিথ‌্যা। তি‌নি বর্তমান চেয়ারম‌্যান। অব‌হে‌লিত ইউ‌নিয়ে‌নের রাস্তা-ঘাটসহ বি‌ভিন্ন উন্নয়ন ক‌রে‌ছেন। যে কার‌ণে জনগণ তা‌কে ভালবা‌সে। এবং এবা‌রের নির্বাচ‌নে নৌকা ৮০ শতাংশ ভোট পে‌য়ে জয়লাভ কর‌বে।

পাংশা থানার ও‌সি মাসুদুর রহমান জানান, পাট্টার উভয় পক্ষ থে‌কেই অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছেন। তদন্ত সাপক্ষে ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

উ‌ল্লেখ‌্য, পাট্টা ইউ‌পি‌তে হাসিবুর রহমান বরকত (‌মোটর সাই‌কেল), আব্দুর রব মুনা বিশ্বাস (‌নৌকা), রাজদুল ইসলাম (‌ঘোড়া), গোলাম মোস্তফা ললু (আনারস)সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন। ৫ম দফা ইউ‌পি নির্বাচ‌নের আগামী ৫ জানুয়ারী পাংশার ১০ ইউ‌পি‌তে ভোট গ্রহন।