১১বছরের বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজবাড়ীতে ভূমি কর্মকর্তাদের স্মারকলিপি পেশ
- আপডেট সময় : ১০:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নিয়োগ বিধি সংশোধন ও বেতনস্কেল উন্নতীকরনে ভূমি মন্ত্রাণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার ও ২০১০ সাল থেকে উন্নীত বেতনস্কেলের বকেয়া বেতন- ভাতা পরিশোধের দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজবাড়ী শাখা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে ভূমি মন্ত্রাণালয়ের সচীব বরাবার রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে এই ২ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
দাবি সমুহ হলো, আগামী ১৫ জানুয়ারীর মধ্যে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতনস্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রাণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং আগামী তিনমাসের মধ্যে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ ও পদোন্নতি প্রদান করা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী মুন্সী সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
সাধারন সম্পাদক মো: ইউনুছ আলী মুন্সি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও সহকারী ভূমি-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করে জিও ইস্যুর তারিখ হতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত আমরা আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে দাবি পূরন না হলে কঠোর কর্মসূচি দিবো।