সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে নির্বাচনী পরবর্তী সহিংসতা ঘরবাড়ি ভাঙচুরসহ হামলায় আহত ছয়
রাজবাড়ী প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে
নির্বাচন পরবর্তী সহিংসতা বাড়িঘর ভাঙচুর উভয় পক্ষের ছয় জন আহত হয়। শুক্রবার বিকালে রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পেঁচুয়াট গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকালে কাইয়ুম খান নির্বাচনে পরাজিত হওয়ায় তার কর্মী সমর্থকদের নিয়ে নব নির্বাচীত ইউপি সদস্য মুনতাজ মোল্লার সমর্থকের বাড়িঘর ভাঙচুর করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদেরকে পাংশা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আনোয়ার ও হিরো প্রামানিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মুনতাজ মোল্লা বলেন,আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুম খান নির্বাচনে পরাজিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ডের মেম্বার আকবর পরামানিক এর নেতৃত্বে তার ছেলে হিরো প্রামানিকসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার সমর্থকদের ওপর এ হামলা চালায়।
মাছপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দ্রুত ছুটে যাই গিয়ে দেখি দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে আমি তাদেরকে থামানোর চেষ্টা করি। আহত কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রকৃয়াধীন রয়েছে।