কালুখালীতে কৃষকের বাড়ীতে দূর্বত্তদের হামলা
- আপডেট সময় : ০৮:৪১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলার এক কৃষক দূর্বত্তদের হামলার শিকার হয়ে বাড়ী থেকে পালিয়ে বেড়াচ্ছে। গত ২৫ ডিসেম্বর একদল দূর্বত্ত ওই কৃষকের বাড়ীতে হামলা চালায়। হামলা শিকার হওয়া কৃষকের নাম শুকুর আলী। সে কালুখালী উপজেলার গংগানন্দপুর গ্রামের আকবর আলীর পুত্র।
সোমবার কালুখালী উপজেলা প্রেসক্লাবে এসে ওই কৃষক জানায়, কতিপয় ব্যক্তির সাথে তার পুত্রের ব্যবসা সংক্রান্ত ঝামেলা চলছিলো। এরই সূত্র ধরে গত ২৫ ডিসেম্বর সন্ধায় ইশানুর রহমান, বাসার, রাসেদুল সহ ১০/১২ জন দূর্বত্ত আমার বাড়ীতে হামলা চালায়। হামলাকালে তারা বাড়ীর লোকজনকে মারপিট ও টিনের বেড়া ভাংচুর করে। এসময় আমার স্ত্রী মমতা জ্ঞান হারিয়ে ফেললে প্রতিবেশিরা ছুটে আসে। এ অবস্থা দেখে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশিদের সহযোগীতায় মমতা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুকুর আলী জানায়,দূর্বত্তদের ভয়ে বাড়ী ফিরতে পারছি না। মামলা করলেও তারা আমাকে খুন করার হুমকী দিচ্ছে। তিনি বলেন, ছেলের ঝামেলা। এতে আমার অপরাধ কোথায়। ছেলে অপরাধ করলে তার বিচার হবে। আমি তো অপরাধ করিনি।