রাজবাড়ীতে সমলয়ে ধান চাষ, আগ্রহী হচ্ছে কৃষক
- আপডেট সময় : ০৮:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
শ্রমিক নয়। মেশিন দিয়ে সমলয়ে ধান রোপন করতে উৎসাহ পাচ্ছে সাধারণ চাষী। এতে খরচও কম, উৎপাদনও হচ্ছে বেশী। অল্প দিনে ফসলও ঘরে তুলতে পারছে কৃষক। এই পদ্ধিতিতে চারা উৎপাদন থেকে ধান কর্তন পর্যন্ত মেশিনের মাধ্যমে করা সম্ভব। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শে মেশিনের মাধ্যমে ধান রোপন দিন দিন বৃদ্ধি পাচ্ছে রাজবাড়ীর পাঁচটি উপজেলায়।
রাজবাড়ী কৃষি অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি কাজ করে ফসল উৎপাদন করাই হচ্ছে আয়ের প্রধান উৎস। কেউ নিজের জমি চাষ করেন। কেউ অন্যের জমিতে দিনমজুর হিসেবে। তবে পদ্মা নদীর পারে অবস্থিত এই জেলা প্রতি বছর ভাঙনের কবলে পরে শতশত হেক্টর আবাদি জমি নদী গর্ভে চলে যাচ্ছে। ভুমিহীন হয়ে পরছে সাধারণ মানুষ। সুতরাং রাজবাড়ীর কৃষি কর্মকর্তাদের পরামর্শে অনেক চাষী সমতলে ধান রোপনে আগ্রহী হয়ে পরেছেন। পার করছেন ব্যস্ত সময়।
গোয়ালন্দ উপজেলার কৃষক আয়জদ্দিন মন্ডলের সাথে কথা বলে জানা যায়, সময়ের সাথে পাল্লা দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি। এক সময় একবিঘা ধান চাষ করতে যে টাকা বা সময় ব্যয় হতো এখন তার তিন ভাগ কম সময় লাগে। যে কারণে আমরা যারা সাধারণ কৃষক আছি তারা অনেক লাভবান। তিনি আরও বলেন, মেশিনে ধান লাগানোর জন্য আমরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে সমতলে ট্রেতে ধানের বীজ তলা দিয়েছি। এক মাসের মধ্যে এই চারা রোপন করা সম্ভব। এই ধানের চারা রোপন করতে মেশিন ব্যবহার করা হয়। এতে আমাদের দিনমজুর তেমন লাগে না। সময়ও কম লাগে। টাকাও খরচ কম হয়। সবচেয়ে বড় বিষয় হলো মেশিনের মাধ্যমে ধান রোপন করলে উৎপাদন ভাল হয়।
এসময় অন্য এক কৃষক বলেন, কৃষি কর্মকর্তাদের মাধ্যমে উন্নত মানের বীজ আমরা পেয়েছি। এই বীজে ধানও অনেক বেশি হয় এবং খরচও অনেক কম। গত বছর থেকে আমরা মেশিনের মাধ্যমে ধান রোপন শিখেছি। সরকারী বীজে ধান রোপন করতে অনেকে আগ্রহী হচ্ছেন। তিনি আরও বলেন, প্রথমে আমরা এই ভাবে ধান চারা রোপন করতে ভয় পেয়েছিলাম। তবে স্বার্বক্ষনিক কৃষি কর্মকর্তাগন মাঠে এসে আমাদের পরামর্শ দিয়েছে এবং একাধিকবার প্রশিক্ষন দিয়েছে। এখন আমরা সহজে এই পদ্ধিতিতে ধান রোপন করতে পারি।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান জানান, সমতলে ধান রোপন করতে আগ্রহী হচ্ছে সাধারণ কৃষক। আর এই পদ্ধিতিতে ধানের চারা এক মাসে উৎপাদন করা সম্ভব। এবং রোপন থেকে কর্তন পর্যন্ত মেশিনের মাধ্যমে করা যায়। এতে ধানও বেশি হয় এবং কৃষকের খচর অনেক কম লাগে। যে কারণে কৃষক এই পদ্ধিতিতে বর্তমান ধান রোপন করতে আগ্রহী হচ্ছে।