সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে
১ জানুয়ারি হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন কার্যক্রম শুরু হয়। কিন্তু যথাসময়ে বইয়ের সরবরাহ না থাকায় ১৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দে নব নির্মিত সরকারি ওয়াজেদ চৌধুরী স্কুল ও কলেজের ৫৫০ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ ও শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হয়।
রোববার (১৬জানুয়ারি) দুপুরে সরকারি ওয়াজেদ চৌধুরী স্কুল ও কলেজের হলরুমে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেে এ বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সরকারি ওয়াজেদ চৌধুরী স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও ওয়াজেদ চৌধুরীর সন্তান অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রিন্টু প্রমূখ।
এ প্রসঙ্গে সরকারি ওয়াজেদ চৌধুরী স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদার জানান,আমাদের বই পেতে বিলম্ব হওয়ার কারনে রোববার বই বিতরন শুরু করা হলো। করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করা হবে।