গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ২৩১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, উপস্হিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সোমবার এ মেলা উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৯টি ষ্টল স্হাপন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এতে পৃষ্ঠাপোষকতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী। সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান।
সমাপনী দিন মঙ্গলবার দুপুরে মেলা পরিদর্শন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও জেলা পরিষদের সদস্য ইউনুস হোসেন মোল্লা।
মেলায় কলেজ পর্যায়ে অংশগ্রহনকারী দুটি কলেজের মধ্যে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ প্রথম ও সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ দ্বিতীয় হয়। মাধ্যমিক পর্যায়ে গোয়ালন্দ প্রপার হাইস্কুল প্রথম,জামতলা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও চৌধুরী আব্দুল হামিদ একাডেমি তৃতীয় হয়।
কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ছাত্রী রাকাতুল রাইয়া হৃদি,দ্বিতীয় হন একই কলেজের ছাত্রী স্নিগ্ধা ও তৃতীয় হন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সুমাইয়া অঙ্গনা। মাধ্যমিক পর্যায়ে প্রথম হন গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা রায়হান সিমি, দ্বিতীয় হন গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তাওহীদ মারুফ এবং তৃতীয় হন চৌধুরী আব্দুল হামিদ একাডেমির ছাত্রী ফারিহা বিশ্বাস জেরিন।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম তালুকদার , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম প্রমূখ।
পরে বিজয়ীদের হাতে অতিথিরা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।