কালুখালীর রাইপুর সড়ক ২৫ বছর পর সংস্কার
- আপডেট সময় : ০৫:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ২০৬ বার পড়া হয়েছে
সরকারের উন্নয়ন কর্মকান্ডে গ্রামীন জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো আর পাকা সড়কে যাতায়াত নাগরিক জীবনকে বদলে দিয়েছে। এর পরও একাধারে ২৫ বছর উন্নয়নের ছোয়া লাগেনি রাজবাড়ীর কালুখালীর উপজেলার মদাপুর ইউনিয়নের রাইপুর গ্রামে।
স্থানীয়রা জানায়,২৫ বছর ধরে সড়ক সংস্কারের জন্য চেয়ারম্যানের দ্বারে ধর্না দিয়েছি কিন্তু কাজ হয়নি। জরাজীর্ন হয়ে পরে রাইপুর সড়ক। শনিবার অবহেলিত সড়কটির সংস্কার কাজ উদ্বোধন করেন মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মজনু।
উদ্বোধনকালে তিনি জানান,অবহেলিত জনপদ উন্নয়নের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য এ সংস্কার কাজ উদ্বোধন করা হলো। সড়কটির সংস্কার সম্পন্ন হলে জেলা সদরের সাথে যোগাযোগের নতুন সেতুবন্ধন তৈরি হবে। এছাড়া কৃষি ফসল ঘরে তোলা ও বাজারজাত করনের দ্বার উন্মুক্ত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে,মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি রহমত আলী, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মো: মাসুদ রানা, মদাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন আক্তার ইতি, মনজিলা আক্তার,স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: শাহ আলম,ইউপি সদস্য জাহিদ হাসান,নন্দলাল দাস,আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা নন্দলাল দাস জানায়, দীর্ঘ ২৫ বছর সংস্কার না করায় রাইপুর সড়ক জরাজীর্ন হয়ে পরে। সড়কটি সংস্কার সম্পন্ন হলে গ্রামের মানুষ নতুন ভাবে বাঁচতে শিখবে।