গোয়ালন্দে ৫টি ইটভাটায় অভিযান, ১৫ লক্ষ টাকা জরিমানা আদায়
- আপডেট সময় : ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ১৭৬ বার পড়া হয়েছে
গোয়ালন্দ উপজেলার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানা ও অবৈধ ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে অংশ গ্রহন নেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অফিসের নির্বাহী ম্যাজিস্টেট কাজী তামজিদ আহম্মেদ ও ফরিদপুর জেলার উপ-পরিচালক এ.এইচ.এম রাশেদসস আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এই অভিযানে গোয়ালন্দ উপজেলার এ এন এ ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এ কে এফ ইটভাটাকে ৩ লক্ষ টাকা, ডি এস পি ইটভাটাকে ৫ লক্ষ টাকা, সাজি ব্রীকসকে ৩ লক্ষ টাকা ও এম বি ব্রীকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটার বিভিন্ন অবৈধ অংশ বেকু (মাটি কাটার যন্ত্র) দ্বারা ধ্বংস করা এবং পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলার উপ পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, রাজবাড়ী জেলার যে সকল ভাটার কাগজপত্র ঠিক নেই এবং নিয়ম মেনে যারা ইটভাটার কার্যক্রম পরিচালনা করছেন না তাদের প্রতিটি ভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।