গোয়ালন্দে যুবকের রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ৮০৬ বার পড়া হয়েছে
রাজবাড়ী গোয়ালন্দে জাকির শেখ (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরের দিকে তার নিজ বাড়ির ঘরের ভিতরে এ ঘটনা ঘটে।
নিহত জাকির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাদাৎ মেম্বার পাড়ার ইউছুপ শেখের ছেলে। সে দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারের কাজ করতো।
নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, ঘাটে গাড়ি পারাপার কাজের সাথে জড়িত থাকায় সে প্রতিদিন গভীর রাত করে বাড়ি ফিরতো। রাতে ছেলেকে নিয়ে ঘরে একা থাকতে ভয় লাগতো এজন্যে প্রতি রাতেই আমি আমার বাবার বাড়ি মায়ের কাছে থাকতাম। বাবার বাড়ির দুরত্ব আমার বাড়ি থেকে ৩/৪ মিনিটের পথের হওয়ায় ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে জাকির আমাকে নিয়ে আসতো। কিন্তু গত রাতে সে আমাকে ডাকেনি। আমি ভোরে ছেলেকে মাদ্রাসায় দিয়ে বাড়িতে এসে দেখি ঘরের দরজা খোলা এবং ঘরে ঢুকে দেখি ও উপর হয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে আছে।
নিহতের ছোট ভাই আবু দাউদ, মামা রবিউল ইসলামসহ স্থানীয়রা জানায়, জাকির ঘাটের ট্রাক পারাপারের কাজের সাথে জড়িত ছিল। সেই কাজের সুবাদে প্রতিনিয়তই সে গভীর রাত করে বাড়ি ফিরতো। এ জন্যে ওর বউ রাতে তার বাবার বাড়িতেই থাকতো ডিউটি শেষ করে গভীর রাতে ফেরার পথে জাকির বউকে বাড়ি ফিরতো। কিন্তু আজ ভোরের দিকে জাকিরের বউয়ের চিৎকারের শব্দে এসে দেখি জাকির ঘরের ভিতরের মেঝেতে উপর হয়ে হাত বাকা অবস্থায় পড়ে আছে।ওই সময় তার মূখের ভিতর ও কপালের ডান পাশ এবং ডান হাতের উপরের দিক রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ঘরের ভিতরের বিছানা অগোছাল ছিল, বিদ্যুৎ এর সুইচ বোর্ডের সকেট খোলা এবং ঘরের মেঝেতে একটি স্ক্রু ডাইভার পড়ে আছে। এঅবস্থায় পুলিশকে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মঈন উদ্দিন চৌধুরী ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার ঘটনা স্থল পরিদর্শন করেন।
পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারনা জাকিরকে অজ্ঞাত দূর্বৃত্তরা হত্যা করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের শাস্তির দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোন কারণ জানা যায়নি, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।