সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় ৫শতাধিক যানবাহন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়েছে। ফলে ফেরি ঘাট হতে মহাসড়কের ৪কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান ও যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সিরিয়াল তৈরী হয়েছে।
বুধবার সরেজমিনে দুপুর ৩টা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিলস পর্যন্ত সড়কের এক লেনে প্রায় ৪কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান এবং অপর লেনের সাইনবোর্ড পর্যন্ত শতাধিক যাত্রীবাহী পরিবহনসহ ৫শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী পরিবহন ও পচনশীল দ্রব্যের যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান,পন্যবাহি ট্রাকের একটু চাপ থাকলেও দৌলতদিয়ার ঘাট পরিস্থিতি ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী পরিবহন ও পচনশীল ট্রাক গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে।