সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত নিরাপরাধ আসামী নুরু রারী (৭০)`র মুক্তি এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যানপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কল্যানপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু হানিফ, আলীপুর ইউনিয়নের সাবেক মেম্বর সিদ্দিক ব্যাপারী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল মিয়া, আলীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাসুদ রানা, স্থানীয় এমএ কাসেম খান, আঃ লতিফ মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরের নুরু রারী ও তার ভাই মৃত মোস্তফার সন্তানদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সাম্প্রতিক সময়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে স্থানীয় আলীপুর ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মিমাংসা করেন। সালিশ মেনে নিয়ে মোস্তফার ছেলে, মেয়ে ও ভাগিনাসহ কয়েকজন নুরুর বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে নুরু রারীসহ তার স্ত্রী, মেয়েকে আহত করে নিজেরাই নুরু রারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
এছাড়াও ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক ও মেম্বার আব্দুল মজিদ খানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়।চেয়ারম্যান-মেম্বার সঠিক বিচার করায় তাদের বিরুদ্ধে এই অপবাদ দেয়া হয়েছে। তাছাড়া নুরু রারী ও তার পরিবার অসহায়। ফলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তরা।
আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন, পরিষদের দ্বায়িত্বভার গ্রহন করার পর থেকে আমার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীর নির্দেশে আমি সঠিক বিচারের চেষ্টা করে আসছি। এবং বিচার সালিশ করে কখনও কোন সুবিধা নেই নাই। এবং আমার বিরুদ্ধে কেউ সুবিধা নেবার অভিযোগ প্রমান করতে পারলে দ্বায়িত্ব থেকে অব্যহতি নেবো। বর্তমানে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করবো। এবং আমি সত্য ও ন্যায়ের পথে থাকায় আজ কল্যানপুর বাসী আমার ও অসহায় ওই পরিবারের পক্ষে মানববন্ধন করেছে।