সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির তিনটি চিতল মাছ
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০২:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির তিনটি চিতল মাছ ধরা পরেছে। এমন বিশাল আকৃতির মাছ দেখতে পদ্মা পারে ভীর করে উৎসুক জনতা।
শুক্রবার ( ২৭ জানুয়ারী ) বিকেলে পদ্মা নদীর পাবনা জেলার ঢালার চর এলাকায় জেলে মোংলা হলদারের জালে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ ধরা পরে মাছটিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের আড়তে নিয়ে আসলে ২ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।
এরআগে সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাট এলাকায় ৬ কেজি করে দুটি চিতল মাছ ধরা পরে জেলে শ্যামল হলদারের জালে। মাছ দুটি মোট ১২ কেজি ওজনের ওই মাছ দুটি ও স্থানীয় আড়তের মাধ্যমে কিনেন তিনি।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী শাজাহান মিয়া সম্্রাট জানান, ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের চিতল মাছটি ২১ শত টাকা কেজি দরে ক্রয় করে ২২ শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার ১৪০ টাকায় বিক্রি করা হয়েছে। আর ৬ কেজি সাইজের মাছ দুটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেওয়া হয়েছে।