গোয়ালন্দে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন প্রমূখ।
দিনব্যাপী খেলা শেষে বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।