সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে
অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, কাভার্ডভ্যান ড্রাইভার ও শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (১৩ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ইসলাম মোল্লা, জেলা ট্রাক, কাভার্ডভ্যান ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।
এসময় বক্তারা বলেন, অত্যাবশ্যকীয় পরিষেবা বিলে কিছু সাংঘর্ষিক ধারা রয়েছে যেগুলো জামিন যোগ্য নয়। এই ধারাগুলো রেখে বিল পাস করা হলে সারাদেশের ৭০ লক্ষ্য মোটর শ্রমিক বিপাকে পরবে। তাই ওই ধারাগুলো বাতিল করে বিল পাস করার দাবী জানান তারা।