সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সংবাদ শিরোনাম ::
নাতনিকে ধ*র্ষ*ণের অভিযোগ, প্রতিবেশী দাদার বিরুদ্ধে পিরোজপুরে সন্তানের স্বীকৃতির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুরে স্ত্রী-কন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার স্বামী পরিত্যক্তা নারী সালমা হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থীকে সংবর্ধনা

পদ্মা বুলেটিন ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শিক্ষার্থীদের উৎসা‌হিত করতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া সহ ৪ অঞ্চলের এসএস‌সি ও এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য  ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থীকে রাজবাড়ীতে সংবর্ধনা দেওয়‌া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সিএসএস-এমএফ‌পি’র আয়োজনে সদর উপজেলা প‌রিষদ মিলন‌ায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় রাজবাড়ী, কু‌ষ্টিয়‌া, ফ‌রিদপুর ও ঝিনাইদাহ অঞ্চলের ১১ জন এসএস‌সি ও ৩২ জন এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য কৃ‌তি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, নগদ অর্থ ও সনদপ‌ত্র প্রদান করে সংব‌র্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন, রাজবাড়ী জোনের জোনাল ম‌্যানেজার গৌর চন্দ্র পাল।
এতে অ‌তি‌থি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা, রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম‌্যানেজার মো. কাম‌রুজ্জামান, রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস, ফরিদপুর অঞ্চলের আরএম তারিকুল ইসলাম, কু‌ষ্টিয়া অঞ্চলের আরএম ডালটন হালদার, ঝিনাইদাহ অঞ্চলের আরএম নরহ‌রি হালদার, রাজবাড়ীর জোনাল একাউন্স এন্ড ম‌নিট‌রিং অ‌ফিসার অচিন্ত বিশ্বাস, রাজবাড়ীর বিএম মিরান হোসেন, আইটি অ‌ফিসার মফিজুল ইসলাম খ‌লিলপুর বিএম মিঠু খান প্রমূখ।
এ সময় অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা তাদের অ‌ভিব‌্যাক্তি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, এরকম সংবর্ধনা পেয়ে তারা অত‌্যান্ত খু‌শি। আগামীতে এরকম অনুষ্ঠানে আসতে তাদের মধ্যে প্রতিযোগীতাও বাড়বে। এবং তারাও উৎসা‌হিত হবে।
অ‌ভিভাবকরা বলেন, এখান থেকে তারা অনেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তাছাড়া তাদের সন্তানরা এর মাধ‌্যমে উপবৃ‌ত্তি পেয়েছে। এছাড়া সংবর্ধনা সহ নানা ধরনের সুযোগ সু‌বিধা দেয়া হয়। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে উচ্চ শিক্ষায় ভূ‌মিকা রাখবে।
রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম‌্যানেজার মো. কাম‌রুজ্জামান, রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস বলেন, তারা দীর্ঘ দিন ধরে শিক্ষা, স্বাস্থ‌্য সহ অসহায় বেকারদের স্বাবলম্বী করতে বি‌ভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন। শিক্ষার্থীদের সামনে অনেক সমস‌্যা আসবে। সে সমস‌্যার সমাধান তাদেরই করতে হবে। আর শিক্ষার্থীদের উৎসা‌হিত করতে এই সংবর্ধনার আয়োজন করেছেন। এছাড়া উচ্চ শিক্ষাবৃত্তিও তারা দিয়ে থাকেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা বলেন, এক‌টি ভাল দেশ গড়তে হলে শিক্ষিত জা‌তি গড়তে হবে। সরকারের পাশাপা‌শি এখন এন‌জিও সংগঠন গুলো শিক্ষা নিয়ে কাজ করছে। আজ যারা সংব‌র্ধিত হলো। তারা অর্জন করেছে বিধায় আজ সংবর্ধনা পাচ্ছে। অনেকেই ভাল রেজাল্ট করেও নানা সমস‌্যায় কা‌ঙ্খিত লক্ষে পৌছাতে পারছে না। ওই রকম শিক্ষার্থীদের পাশে সহায়তার হাত বা‌ড়িয়ে দিতে হবে। এ জন‌্য সেবামূলক সংগঠন, এন‌জিও সহ অন‌্যান‌্যদের ভূ‌মিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজবাড়ীতে ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
শিক্ষার্থীদের উৎসা‌হিত করতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া সহ ৪ অঞ্চলের এসএস‌সি ও এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য  ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থীকে রাজবাড়ীতে সংবর্ধনা দেওয়‌া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সিএসএস-এমএফ‌পি’র আয়োজনে সদর উপজেলা প‌রিষদ মিলন‌ায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় রাজবাড়ী, কু‌ষ্টিয়‌া, ফ‌রিদপুর ও ঝিনাইদাহ অঞ্চলের ১১ জন এসএস‌সি ও ৩২ জন এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য কৃ‌তি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, নগদ অর্থ ও সনদপ‌ত্র প্রদান করে সংব‌র্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন, রাজবাড়ী জোনের জোনাল ম‌্যানেজার গৌর চন্দ্র পাল।
এতে অ‌তি‌থি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা, রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম‌্যানেজার মো. কাম‌রুজ্জামান, রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস, ফরিদপুর অঞ্চলের আরএম তারিকুল ইসলাম, কু‌ষ্টিয়া অঞ্চলের আরএম ডালটন হালদার, ঝিনাইদাহ অঞ্চলের আরএম নরহ‌রি হালদার, রাজবাড়ীর জোনাল একাউন্স এন্ড ম‌নিট‌রিং অ‌ফিসার অচিন্ত বিশ্বাস, রাজবাড়ীর বিএম মিরান হোসেন, আইটি অ‌ফিসার মফিজুল ইসলাম খ‌লিলপুর বিএম মিঠু খান প্রমূখ।
এ সময় অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা তাদের অ‌ভিব‌্যাক্তি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, এরকম সংবর্ধনা পেয়ে তারা অত‌্যান্ত খু‌শি। আগামীতে এরকম অনুষ্ঠানে আসতে তাদের মধ্যে প্রতিযোগীতাও বাড়বে। এবং তারাও উৎসা‌হিত হবে।
অ‌ভিভাবকরা বলেন, এখান থেকে তারা অনেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তাছাড়া তাদের সন্তানরা এর মাধ‌্যমে উপবৃ‌ত্তি পেয়েছে। এছাড়া সংবর্ধনা সহ নানা ধরনের সুযোগ সু‌বিধা দেয়া হয়। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে উচ্চ শিক্ষায় ভূ‌মিকা রাখবে।
রাজবাড়ী ও যশোর জোনের প্রোগ্রাম ম‌্যানেজার মো. কাম‌রুজ্জামান, রাজবাড়ী অঞ্চলের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস বলেন, তারা দীর্ঘ দিন ধরে শিক্ষা, স্বাস্থ‌্য সহ অসহায় বেকারদের স্বাবলম্বী করতে বি‌ভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন। শিক্ষার্থীদের সামনে অনেক সমস‌্যা আসবে। সে সমস‌্যার সমাধান তাদেরই করতে হবে। আর শিক্ষার্থীদের উৎসা‌হিত করতে এই সংবর্ধনার আয়োজন করেছেন। এছাড়া উচ্চ শিক্ষাবৃত্তিও তারা দিয়ে থাকেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা বলেন, এক‌টি ভাল দেশ গড়তে হলে শিক্ষিত জা‌তি গড়তে হবে। সরকারের পাশাপা‌শি এখন এন‌জিও সংগঠন গুলো শিক্ষা নিয়ে কাজ করছে। আজ যারা সংব‌র্ধিত হলো। তারা অর্জন করেছে বিধায় আজ সংবর্ধনা পাচ্ছে। অনেকেই ভাল রেজাল্ট করেও নানা সমস‌্যায় কা‌ঙ্খিত লক্ষে পৌছাতে পারছে না। ওই রকম শিক্ষার্থীদের পাশে সহায়তার হাত বা‌ড়িয়ে দিতে হবে। এ জন‌্য সেবামূলক সংগঠন, এন‌জিও সহ অন‌্যান‌্যদের ভূ‌মিকা রাখতে হবে।