গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত
- আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনালের দুই দল চূড়ান্ত হয়েছে।
বুধবার (১৪ জুন) গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দেবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রায়ন প্রকল্পের মাঠে বিকেলে প্রথম সেমিফাইনালে গোয়ালন্দ পৌরসভা বনাম দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মধ্যকর খেলা নির্ধারিত সময় গোল শূণ্য সমতা থাকায় টাইব্রেকারে গোয়ালন্দ পৌরসভা ৪-২ গোলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে এবং দ্বিতীয় সেমিফাইনালে উজানচর ইউনিয়ন পরিষদ বনাম দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মধ্যকর খেলা নির্ধারিত সময় গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে উজানচর ইউনিয়ন পরিষদ ৪-৩ গোলে দেবগ্রাম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৪ টায় গোয়ালন্দ পৌরসভা বনাম উজানচর ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল খেলায় অতিথি হিসাবে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন কুটিন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আজাদ মোল্লা প্রমুখ।
টুর্নামেন্টের প্রতিটি খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য মো. জিয়াউল হাসান টিটু, মো. আলমগীর হোসেন, মো. মিরাজ বিশ্বাস, মো. মোয়াজ্জেম হোসেন, মো. আশিক।
উল্লেখ্য, ১২ জুন সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, ১৫ জুন বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী (এমপি)।